ঢামেকে কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আদনান খন্দকার (৪০) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ দুপুর সোয়া তিনটায় আদনান খন্দকারকে অসুস্থ অবস্থায় ঢামেকে নিয়ে আসে কারারক্ষীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আদনান খন্দকার ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ভাটারা থানার একটি মামলায় কারাবন্দী ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?