ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, মোট ৫০

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ২১:১৭
শেয়ার :
ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, মোট ৫০

আগেই ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার দেশটির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে তাতে শুল্ক দাঁড়াল ৫০ শতাংশ। 

আজ ভারতের ওপর শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। আজ থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে। মূলত, রাশিয়া থেকে তেল কেনার কারণেই ‘জরিমানা’ হিসেবে এই অতিরিক্ত শুল্ক ভারতের ওপর চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। 

গত সপ্তাহের বুধবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখনই হুমকি দিয়েছিলেন, ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বৃদ্ধি করবেন তিনি।

ট্রাম্পের শুল্ক আরোপের পর গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায় ভারত। রাশিয়া থেকে তেল কেনার জন্য দিল্লিকে লক্ষ্যবস্তু বানানো ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে দাবি করে দেশটি। 

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এর কারণও ব্যাখ্যা করেছিলেন ট্রাম্প। তিনি লিখেছিলেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে। কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলোর মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই।

ট্রাম্প তখন আরও লেখেন, ‘ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। চীনের থেকেও কেনে। যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে ক্রমাগত হত্যা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলোর জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ আগস্ট থেকে।’