ডিজিটাল হলো আদালত, আসামিদের কারাগারে রেখেই হবে শুনানি
আসামিকে কারাকারে রেখে ভাচ্যুয়ালি রিমান্ড ও কারাগারে আটক রাখার শুনানির জন্য একটি ডিজিটাল আদালত কক্ষ প্রস্তুত করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ এ তথ্য জানিয়েছেন।
ওই আদেশে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির বিভিন্ন আদালতে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন।ওই সকল মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কোরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা হতে প্রচুরসংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে আনা-নেওয়া করা হয়। এ সব আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছে। এ সব আসামিকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাছাড়া এসব আসামির অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। তাই এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং আদালতের তথ্য প্রযুক্তি ব্যবহার আইনের ক্ষমতা বলে অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ, মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
কাজেই উপর্যুক্ত আইন ও প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এবং পরিস্থিতির উন্নতি সাধনকল্পে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। উক্ত কক্ষে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের শুনানি জুম প্ল্যাটফরম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে। তাই সংশ্লিষ্ট বিষয়ে কারা কর্তৃপক্ষসহ অন্যান্য সব কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা প্রদানের জন্য বলা হয়েছে।
আরও পড়ুন:
প্রকাশ্যে নোবেলের ‘অপরাধ’র ভিডিও