ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী লামিমা
পবিত্র ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী লামিমা লাম। আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পবিত্র মক্কায় হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করেছেন লামিমা। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম ওমরাহ সম্পন্ন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই অভিনন্দন জানিয়েছেন লামিমাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে লামিমার। ওই নাটক তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। নাটক ছাড়াও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’ প্রভৃতি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’