চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৫
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পলাশ বিশ্বাস ওরফে পোড়া পলাশকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলার মোট ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাশ বিশ্বাস রাজবাড়ী সদরের সজ্জনকান্দা গ্রামের টাবলু বিশ্বাসের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে ব্যবসায়ী সিদ্দিক শেখ (৪৫) থেকে পোড়া পলাশ, খুর মানিক, বোতল রানা, কুটি বিশ্বাস ও লাবলুসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সিদ্দিক শেখকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও গুরুতর জখম হয়।
এ ঘটনার পরের দিনই ১৫ জুলাই ৫ জনকে আসামি করে রাজাবড়ী সদর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে আসামি গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু করে রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে গত ২৬ জুলাই দুপুর ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে মামলার আসামি মো. রানা মিয়া ওরফে বতুল রানাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ‘এ মামলার ৫ আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’