১২ দলীয় জোটের সঙ্গে শুক্রবার বৈঠক তারেক রহমানের
বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২০২২ সালের ২২ ডিসেম্বর ১২ দলীয় জোটটি গঠিত হয় । তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জোটের সদস্য নয়। জোটটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে কাজ করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কার ইস্যুতে চলমান সংলাপেও অংশ নিচ্ছে জোটটি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গতকাল ১২ দলীয় জোট নতুন দল যুক্ত হয়েছে। ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি) নামের দলটি লেবার পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠন করেছে। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশ নেন। এ কারণে ২১ জুলাই জাগপাকে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে জোটে ১১টি দল ছিল।