পটিয়ায় বিএনপির বিজয় র‍্যালি শেষে সংঘর্ষ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ১৪:১৭
শেয়ার :
পটিয়ায় বিএনপির বিজয় র‍্যালি শেষে সংঘর্ষ

‘জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদ পতনের’ বর্ষপূর্তি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় র‍্যালি শেষে চট্টগ্রামে পটিয়ায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পটিয়া পৌর সদর ইন্দ্রপোল এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন ইশ্বরখাইন গ্রামের আবদুর রহিম (৬৪) ও প্রবাসী মো. জুয়েল (৪৪)। তারা দুজনই বিএনপির নেতা এনামুল হক এনামের অনুসারী বলে জানা গেছে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় পটিয়ায় পৃথক দুইটি বিজয় র‍্যালি বের হয়। একটি র্যালির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া ও অন্যটির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। ইদ্রিস মিয়ার নেতৃত্বাধীন র‍্যালিটি বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে শুরু হয়ে থানার মোড় ঘুরে ওই স্থানে শেষ হয়। অন্য দিকে এনামুল হক এনামের নেতৃত্বাধীন র‍্যালিটি কলেজ গেইট এলাকায় শুরু হয়ে ইন্দ্রপোল বাইপাস এলাকায় শেষ হয়। একই সড়কে দুটি র‍্যালি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকলেও পুলিশের সতর্ক অবস্থানে থাকায় কোনো বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে বিজয় র‍্যালি শেষে এনামুল হক এনামের অনুসারী নেতা-কর্মীদের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুজন আহত হন। 

আহত আবদুর রহিমের ছেলে তাকিবুল ইসলাম বলেন, ‘র‍্যালি শেষে আমার বাবার ওপর অতর্কিত হামলা চালান মো. বক্কর ও মো আশিক নামে দুই বিএনপি নেতা।’ 

জানা গেছে, অভিযুক্ত ও আহতরা সবাই একই এলাকার বাসিন্দা। 

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো খোরশেদ আলম বলেন, ‘র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ব্যক্তিগত ও এলাকা ভিত্তিক বিরোধের কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে শুনেছি।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘এই সংঘর্ষের খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেব। তবে তদন্ত চলছে।’