দেশে ফিরলেন অপূর্ব

বিনোদন ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১২:২০
শেয়ার :
দেশে ফিরলেন অপূর্ব

দীর্ঘ ৭ মাস ১০ দিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গতকাল মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পা রাখেন। খবরটি নিশ্চিত করেছেন অপূর্ব নিজেই।

এছাড়াও দেশে ফেরার খবরটি নিশ্চিত করে অপূর্ব নিজও ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি একটি বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফিরছি…’।

অন্য একটি পোস্টে ঘরে ফিরে অপূর্ব তার সন্তান আয়াশকে সারপ্রাইজ দিয়েছেন! ভিডিওতে দেখা যায়, ঘরে ঢুকে সোজা বেডরুমে যান অপূর্ব। গিয়ে দেখেন, আয়াশ ঘুমাচ্ছে। কপালে চুমু দিতেই ঘুম চোখে বাবা অপূর্বকে পেয়ে সারপ্রাইজ হয়ে খুশিতে কেঁদে ফেলে আয়াশ।

বলা দরকার, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান অপূর্ব। উদ্দেশ্য ছিল স্ত্রী শাম্মা দেওয়ান তৃষার সঙ্গে সময় কাটানো এবং দীর্ঘ দিনের অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নেওয়া। দেশে ফিরলেও এখনই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না তিনি। কয়েকদিন বিশ্রামে নিয়ে কাজে ফেরার পরিকল্পনা তার।

জানা গেছে, অপূর্বর ফেরার প্রজেক্ট হতে যাচ্ছে ‘গোলাম মামুন ২’, নির্মাণ করছেন শিহাব শাহীন। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। আগস্টের শেষ সপ্তাহে শুটিং শুরু হতে পারে।