ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১১:৪৩
শেয়ার :
ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননের শীর্ষ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের মুখে কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির উপমহাসচিব নাঈম কাসেম।

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘প্রতিরোধ ঠিক আছে, শক্তিশালী আছে এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ অস্ত্র নিয়ে যে অবস্থানে রয়েছে, তা সময়সীমার ভিত্তিতে নয়। এ বিষয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত।’

কাসেমের এই বক্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের সঙ্গে সীমান্ত উত্তেজনা ক্রমেই বাড়ছে।

তিনি জানান, ‘লেবাননকে রক্ষা করতে হিজবুল্লাহ বড় ত্যাগ স্বীকার করেছে।’

সম্প্রচারিত ভাষণটি তিনি গোপন একটি নিরাপদ স্থান থেকে দেন বলে জানা গেছে।

কাসেম আরও সতর্ক করে বলেন, যদি ইসরায়েল আবারও ব্যাপক যুদ্ধ শুরু করে, তাহলে তাদের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হবে।

তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ, লেবাননের সেনাবাহিনী এবং লেবাননের জনগণ নিজেদের রক্ষা করবে। আট মাস ধরে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে, তা এক ঘন্টার মধ্যে ভেঙে পড়বে।’

মঙ্গলবার লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সভাপতিত্বে ছয় ঘন্টাব্যাপী মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয় যে বছরের শেষ নাগাদ সেনাবাহিনীকে সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) অনুসারে, বৈঠকের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নিশ্চিত করেছেন যে, অস্ত্র রাখার উপর একচেটিয়া কর্তব্য রাষ্ট্রের।

সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা এই বিষয়ে সরকারি মন্ত্রিসভার বৈঠকের আগে গোষ্ঠীর প্রস্তাবিত নিরস্ত্রীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হওয়ার পর কাসেম এই কথা বলেন।