লোহাগাড়ায় মিছিলে জামায়াত নেতার মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ২২:৫৮
শেয়ার :
লোহাগাড়ায় মিছিলে জামায়াত নেতার মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণমিছিলে অংশগ্রহণকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম (৫৮)।  আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বটতলী শহরে হাজারো মানুষের উপস্থিতিতে মিছিল চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলের অগ্রভাগে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাওলানা আবুল কালাম। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘মাওলানা আবুল কালাম ভাই আমার একদম পাশে ছিলেন। হঠাৎ দেখি তিনি অস্থির হয়ে পড়েছেন। আমরা সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, তিনি আর নেই।’

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

মাওলানা আবুল কালামের আকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ শোকাহত হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়ে নেতাকর্মীরা। পুরো বটতলী শহরে নেমে আসে শোকের ছায়া।