জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত সেক্রেটারি

অনলাইন ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ২০:০০
শেয়ার :
জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত সেক্রেটারি

জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা নিজেদের দলীয় ফোরামে এটা নিয়ে একটু পর্যালোচনা করব। এরপর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে; সেটা এসেছে। অন্তত এটাকে ইতিবাচক মনে করি। আমরা ঘোষণাপত্র নিয়ে বসব দলের অভ্যন্তরে, তারপর প্রতিক্রিয়া জানাব।’

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। ঘোষণাপত্র পাঠ শেষ হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।