ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৯:১৬
শেয়ার :
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ মঙ্গলবার এক ঘোষণা তারা জানায়, বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

পিটিআই নেতা আসাদ কায়সার জানিয়য়েছেন, ৫ আগস্ট বিক্ষোভের শুরু, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। 

২০২৩ সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে আজকের দিনটি বেছে নিয়েছে।

আসাদ বলেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সমাজের সব শ্রেণির মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি।

এমন পরিস্থিতিতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেলার সীমানার মধ্যে সব ধরণের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ, বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।