উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৯
শেয়ার :
উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁঁজ রয়েছেন অন্তত ৫০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডে ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে এই বন্যার সৃষ্টি হয়। খির গঙ্গা নদীর তীরে এই বাঁধ ভেঙে যায়।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে পানির প্রবল স্রোত বয়ে এসে উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করছে এবং বহু বাড়িঘর ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও ধারণ করেছেন। তাদের পোস্ট করা ভিডিওতে আতঙ্কিত লোকজনের চিৎকার শোনা যায়।

প্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, উদ্ধারকারী বিভিন্ন দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরকাশীর ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই খবর অত্যন্ত বেদনার এবং উদ্বেগজনক। এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’