সরকারের কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করছে: জামায়াত সেক্রেটারি

অনলাইন ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৭:০৬
শেয়ার :
সরকারের কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করছে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকারের কিছু কিছু কাজ, কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করছে। কিছু দল যারা নিজেদের বড় দল মনে করে, তাদের ভূমিকার জন্য ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে।’

আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু রহস্য তৈরি হয়েছে। কোনো চাপে পড়ে যেন গণবিরোধী কোনো ঘোষণা দেওয়া না হয়। ’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোনো দল ক্ষমতায় গেলে সংস্কারের কাজগুলো অব্যাহত রাখবে কি না, তা নিয়ে আমাদের যথেষ্ট সংশয় আছে। সংস্কারের মৌলিক বিষয়গুলো শেষ না করে কোনো নির্বাচন আমরা মেনে নিতে পারি না। কোনো ষড়যন্ত্রের নির্বাচন হলে প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগেই সংস্কার করা সম্ভব। জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট কোনো দলের ইচ্ছের প্রতিফলন ঘটলে আবারও বাংলাদেশের দৃশ্যপট পাল্টে যাবে। আমরা ১৬-১৭ বছর সুষ্ঠু নির্বাচনের জন্য যুদ্ধ করেছি। আমরা বারবার আর রক্ত দিতে চাই না।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের পাশে ছিল, আছে, থাকবে, কিন্তু ড. ইউনূস কারও চাপে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নেবেন না; এর বাস্তব প্রমাণ জাতির সামনে দিতে হবে।’