উড়ন্ত ট্যাক্সি চালু করছে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৬:৪৩
শেয়ার :
উড়ন্ত ট্যাক্সি চালু করছে দুবাই

বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি চালু করছে দুবাই। ২০২৬ সালে তারা সর্বসাধারণের জন্য এই ট্যাক্সি চালু করার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সিগুলো পুরোপুরি বৈদ্যুতিক। একবারের চার্জে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ২০০ কিলোমিটারের বেশি দূরের গন্তব্যে পাড়ি দিতে পারে। প্রতিটি ট্যাক্সি সর্বোচ্চ চার জন যাত্রী, একজন পাইলট এবং একটি লাগেজ নিয়ে ওড়ার সক্ষমতা রাখে।

দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির প্রধান নির্বাহী আহমেদ হাশিম বাহরোজায়ান বলেন, ‘বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি চালু করতে যাচ্ছে দুবাই। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জোবি এভিয়েশনের সকল পরীক্ষার পরে আমরা এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’

গালফ নিউজকে বিশেষ দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘বিশ্বের প্রথম শহর হিসেবে আমরা এয়ার ট্যাক্সি চালু করছি। আর কোনো পরীক্ষা নয়, পুরোপুরি এটি কাজ করবে। দু্বাইয়ের অবকাঠামোর সঙ্গে সামাঞ্জস্য রেখে চলবে এই ট্যাক্সি। 

একে বড় মাইলফলক আখ্যা দিয়ে হাশিম বলেন, বিশ্বে এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করল দুবাই। যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিষেবা সংস্থা জোবি এভিয়েশনের সঙ্গে ২০২৪ সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সেখানে আমরা উড়ন্ত ট্যাক্সি তৈরি করে দেওয়ার জন্য জোবি এভিয়েশনকে ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছিলাম। এই সময়সীমার অনেক আগেই জোবি এভিয়েশন এই ট্যাক্সি তৈরি করে ফেলেছে

এই ট্যাক্সিতে মোট ৬টি প্রপেলার থাকে এবং হেলিকপ্টারের আদলে উড্ডয়ন-অবতরণ করলেও হেলিকপ্টারের চেয়ে ১০০ গুণ কম শব্দ উৎপাদন করে।