শহীদ আহসান হাবীবের কবরে জেলা-উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১৫:০১
শেয়ার :
শহীদ আহসান হাবীবের কবরে জেলা-উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীবের কবরে শ্রদ্ধা নিবদেন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের নেতৃত্ব প্রশাসনের কর্মকর্তারা শহীদ আহসান হাবীবের কবরে শ্রদ্ধা জানান। 

জুলাই-২৪এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আহসান হাবীবের কবর জিয়ারত করেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার (এসপি) মো.সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড অবস্) মো.জসীম উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ, সহকারি কমিশনার (ভুমি) রুপাযন দেবসহ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলামসহ উপজেলার ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিব উল্লাহ মিছবাহ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সকলেই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পাশাপাশি দোয়া করেন।