কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় ৫ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন
ছবি: সংগৃহীত
কক্সবাজার সফরে গেছেন জাতীয় নাগরকি পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা। সেখান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করতে পারেননি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান।
সূত্র জানিয়েছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে রয়েছেন।
তারা উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপে আছেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাঁচ নেতা কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপি আছেন। তবে সেখানে বাংলাদেশের সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চায়না নাগরিক আছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি।’
পুলিশ সূত্র জানিয়েছে, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তারা হোটেল রয়েল টিউলিপে পৌঁছান।
এদিকে বাংলাদেশের আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির পাঁচ নেতার বৈঠকের খবর বাইরে শোনা গেলেও সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করতে পারেননি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এনসিপি বলছে- এটি কোনো দলীয় সফর নয়, ব্যক্তিগত সফর।
নাসীরউদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে কেনো বৈঠক করেননি বলে জানিয়েছেন।