মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৫, ১৩:৪৮
শেয়ার :
মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, নিরাপত্তা জোরদার

গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ঐতিহাসিক দিবসটি উদযাপনে আজ মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ঢল নেমেছে। 

শুধু তাই নয়, দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেটসহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র‍্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা। 

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন সংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ, র‍্যাব, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল চলছে সংসদ ভবন এলাকায়।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে।

র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া র‍্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে- বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।

এসব আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।