গাজা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকাকে পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। দেশটির গণমাধ্যমগুলো এ খবরই প্রকাশ করেছে।
দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ ও ওয়াইনেট তাদের খবরে বলেছে, এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী গাজার পুরো এলাকা জুড়ে তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করবে, এমনকি সেইসব এলাকাতেও যেখানে হামাসের হাতে বন্দী ব্যক্তিরা আটক রয়েছেন।
চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বলেছেন, ‘সিদ্ধান্ত হয়ে গেছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উক্ত কর্মকর্তা বলেন, ‘হামাস পুরোপুরি আত্মসমর্পণ না করলে আর কোনো জিম্মিকে ছেড়ে দেবে না। আর আমরা আত্মসমর্পণ করব না। এখন যদি আমরা পদক্ষেপ না নেই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণেই রয়ে যাবে।’
এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সম্ভাব্য এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন ঠেকাতে জরুরি হস্তক্ষেপ নিন। এটি চাপ তৈরির কৌশল হোক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাচাইয়ের জন্য পরীক্ষামূলক প্রচেষ্টা হোক কিংবা সত্যিই বাস্তব কোনো উদ্যোগ হোক, তা যাই হোক না কেন।’
এদিকে, বিষয়টি নিয়ে আল জাজিরার অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস