আমলাতন্ত্রের চেহারা বদলায়নি, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরে: নুর
গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই বিপ্লবের বছর ঘুরে এলেও বদলায়নি দেশের আমলাতন্ত্রের চেহারা।তাদের চিরায়ত আচরণ যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরা। ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকেই যাবে তারা।’
আজ সোমবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত ‘জুলাইয়ের প্রতিশ্রুতি, প্রত্যাশা বনাম বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘আমলাতন্ত্র যদি আগেই ধারণা করে যে নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, তাহলে সেই দলের হয়ে কাজ করবে। তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না। নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করবে, তবে আমলাতন্ত্র যদি পক্ষপাতদুষ্ট বা বিশেষ দলের দিকে হেলে থাকে তাহলে কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ১১ মাসেও প্রশাসন পুরোমাত্রায় কার্যকর হয়নি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ তৈরি না করে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করে তাহলে হিতে বিপরীত হবে। বিগত সরকারের মতো যদি ডামি নির্বাচন আয়োজনেরপরিস্থিতি তৈরি করা হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’
গণধিকার পরিষদের সভাপতি বলেন, ‘দিন যাচ্ছে মানুষের মনে বদ্ধমূল ধারণা হচ্ছে, এনসিপির প্রতি সরকার পক্ষপাতদুষ্ট।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘বিএনপি বড় দল, ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধীদল হবে- এমন ভাবনা নিয়ে বসে থাকলে দেশে তো নির্বাচন সুষ্ঠু হবে না এবং মহাসংকট আরও ঘনীভূত হবে।’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক শেখ শওকত হোসেনসহ আরও অনেকে।