সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৮) নামে এক বাংলাদেশি মৎস্য ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন আলম সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।
আলমগীর হোসেনের ভাগ্নে বেল্লাল হোসেন জানান, তার মামার লক্ষীদাঁড়ি সীমান্তের শুন্য লাইনের কাছে বাংলাদেশের অভ্যন্তরে একটি মাছের ঘের রয়েছে। গতকাল রবিবার রাতে অনেক বৃষ্টি হওয়ায় তিনি ভোরে ওই মাছের ঘেরে যান মাটি দিয়ে ঘেরের বাঁধ উঁচু করতে। এসময় ভারতের ১০২ কল্যাণী বিএসএফ ব্যাটালিয়নের ঘোজাডাঙ্গা ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে তিনি মারাত্মক আহত হন। ঘটনা জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আখতার মারুফ জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে হাসপাতালে আনা হয়। তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদলিপি দেওয়া হয়েছে।