একসঙ্গে শাকিব-বুবলী, মুখ খুললেন অপু
নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা বুবলীকে নিয়ে ঘুরতে দেখা গেছে এই চিত্রনায়ককে। তাদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঝড় বইছে নেটদুনিয়া।
অনেকে বলছেন, শাকিব-বুবলী আবারও কাছাকাছি এসেছেন; অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলাও শুরু করতে যাচ্ছেন তারা! সময়ের সঙ্গে সঙ্গে শাকিব-বুবলীকে নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়া নিশ্চুপ আছেন শাকিবের প্রথম প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে বিষয়টি নিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর একসঙ্গে থাকার প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘মানুষ মানুষকে চিনতে পারে না, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই মুহূর্তে হয়তো সিফাতকে ভালোবাসতে পারেন না। আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এরপর শাকিব খান প্রসঙ্গে আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি ১৫ জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তবে আজই পড়ে নিতে বলব। সেখানেই সব প্রশ্নের উত্তর রয়েছে।’
যোগ করেন তিনি বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের একটি পেশাগত সম্পর্ক আছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট। তাই এ জায়গা থেকে আমি সবাইকেই সম্মান করি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অনুষ্ঠানে একমাত্র সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছি। কিন্তু মা হিসেবে আমার জীবনে সত্যিকারের সাফল্য আসবে যেদিন আব্রামকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করতে পারব।’
সবশেষে এই চিত্রনায়িকা বলেন, ‘দর্শক ও ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। চাই, তারা যেন সবসময় আমাকে এভাবেই ভালোবাসা আর দোয়ায় ভরিয়ে রাখেন।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’