দুই কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে একটি ইঞ্জিন নৌকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টাস্কফোর্স সদস্যরা।
গতকাল রবিবার সন্ধ্যায় চালানো এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে আনা ২ কোটি সাড়ে ২৯ লাখ টাকার ভারতীয় শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবী ও প্যান্টের কাপড়সহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছেন, গতকাল রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের সুরমা নদীর সাহেব বাড়ি ঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ১২৫৮ পিস ভারতীয় শাড়ি, ৫০২ পিস শেরওয়ানি, ২২৩১ মিটার পাঞ্জাবী ও ১৬৯২ মিটার প্যান্টের কাপড় জব্দ হয়। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। ভারতীয় অবৈধ কাপড় জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শেরওয়ানি ও কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।