‘ফ্যাসাদে পড়েছেন শাকিব খান’

বিনোদন প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৫, ১৪:১৮
শেয়ার :
‘ফ্যাসাদে পড়েছেন শাকিব খান’

আবার আলোচনায় শাকিব খানের ব্যক্তিগত জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা বুবলীকে নিয়ে ঘুরতে দেখা গেছে এই নায়ককে। তাদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া, বইছে মন্তব্যের ঝড়।

অনেকে বলছেন, শাকিব-বুবলী আবারও কাছাকাছি এসেছেন; অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলাও শুরু করতে যাচ্ছেন তারা!

তাদের সেই মুহূর্ত নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার বক্তব্যে উঠে এসেছে শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী- এই দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টায় নায়কের ‘ফেঁসে যাওয়া’র বিষয়টি।

এক ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।’

এদিকে শাকিব ভক্তরা মনে করছেন, নায়ক যাই করছেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। কারণ বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখছেন।

বলা দরকার, সম্প্রতি নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে শাকিব-বুবলীকে। তাদের নিটোল ‘ভালোবাসার’ একগুচ্ছ ছবি বুবলী প্রকাশ করেছেন তার ফেসবুকে। কখনও কোমরে, কখনও কাঁধে, কখনও বুবলীর হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন শাকিব! সঙ্গে আছে ছেলে বীরও।