অস্ট্রেলিয়ার উৎসবে মেহজাবীন ও নুহাশ

বিনোদন প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৫, ১৩:৫৩
শেয়ার :
অস্ট্রেলিয়ার উৎসবে মেহজাবীন ও নুহাশ

অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে ১৭ আগস্ট।

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবার গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা।

অভিনেত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে “সাবা” প্রদর্শিত হবে- এটি আনন্দের খবর। আশা করি, সিনেমাটি দর্শক প্রশংসা পাবে।’

অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান।