পাঁচ লাখ টাকা চাঁদাসহ ভুয়া এনএসআই গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে আসল এনএসআই-এর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এনএসআইয়ের এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রবিবার মসজিদের সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি নাজমুল পৌর সদরের খামার নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, ভুয়া নাজমুল নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার পরিচয় দিয়ে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তিনদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ভুয়া চিঠি তৈরি করে ও চাঁদা না দিলে খাদ্যগুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক চিঠিটি সম্পূর্ণ ভুয়া নিশ্চিত করেন।
গতকাল রবিবার রাত ৯টার দিকে প্রতারক নাজমুলকে চাঁদার অর্থ নেওয়ার জন্য গুরুদাসপুর মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বলা হয়। সেখানে ওঁত পেতে থাকা সেনাবাহিনী, পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার তথ্যটি নিশ্চিত করেছেন।
গুরুদাসপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।