জুলাই শহীদদের উৎসর্গ করে বিপ্লবের গান

বিনোদন প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৫, ১২:৫৫
শেয়ার :
জুলাই শহীদদের উৎসর্গ করে বিপ্লবের গান

জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই নতুন গান প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। চলতি বছর জুলাই মাসেই এই গায়ক জানিয়েছিলেন, ‘লাল জুলাই’ নিয়ে বেশ কিছু গান প্রকাশ করবেন তিনি। তারই একটি ‘ও প্রিয় বাংলাদেশ’।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক আগে সেই গান উন্মুক্ত করলেন বিপ্লব। ‘ও প্রিয় বাংলাদেশ’র কথা, সুর ও সংগীত করেছেন গায়ক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব জানান, গানটিতে আবু সাঈদ, মীর মুগ্ধ, রিয়া গোপ- এমন কয়েকজন শহীদের নাম প্রতীকীভাবে তুলে এনেছেন তিনি।

গানের কথাগুলো এমন- ‘আমার মোনাজাতে সাঈদ তুমি/ আমার গির্জায় মুগ্ধ/ বৌদ্ধ পূর্ণিমায় আবরার তুমি/ আমার মন্দিরে রিয়া মনি/ ও বাংলাদেশ/ তুমি আমার প্রাণের প্রিয়।’

গানটি প্রকাশ করে বিপ্লব বলেন, ‘২০২৪-এর জুলাই বর্ষা বিপ্লবের সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র অবারিত শ্রদ্ধা, বীর বিপ্লবীদের জানাই বিপ্লবী লাল সালাম। সেই সঙ্গে অসীম শ্রদ্ধা ও সম্মানে স্মরণ করছি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের ও দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের শেকড়, আছে জড়িয়ে আমাদের সবার শেকড়।’

তিনি আরও বলেন, ‘এই গানটিতে আমার সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই গানে সকল শহীদদের নাম উল্লেখ করতে পারেনি, আর এটা সম্ভবও নয়; তাই কয়েকজন বীর শহীদের নাম প্রতীকী করে লাল জুলাইয়ের গান “ও প্রিয় বাংলাদেশ”, যা তীব্র উষ্ণ ভালোবাসায় সকল শহীদদের প্রতি উৎসর্গ করলাম।’

বিপ্লব আরও বলেন, ‘এক ঐক্যের বাংলাদেশ। দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়েছি আমরা মহাদেশের সাথে যুক্ত হতে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’

‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি বিপ্লব প্রো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।