শার্শায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

বেনাপোল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১২:২৩
শেয়ার :
শার্শায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

যশোরের শার্শায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার রাতে যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের বিএনপির সদস্য মোহম্মদ জিল্লু, উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কর্মী পরিচয় দানকারী তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী ও হানিফ আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় উলাসী ইউনিয়ন বিএনপির সদস্য মোহম্মদ জিল্লুকে দল থেকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।এ ছাড়া একই উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চার বিএনপি কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং জমি দখলসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।