মুগ্ধতা ছড়াচ্ছেন ববি
পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে সরব আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার সবশেষ কাজ বা ব্যক্তিজীবনের সবশেষ খবর পাওয়া যায় এই মাধ্যমে। তারই সুবাদে জানা গেছে, বর্তমানে নায়িকা অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ববির সমুদ্রপাড়ে তোলা বেশ কিছু ছবি। যেখানে দেখা যায়, ছবিতে বেশ খোলামেলা রূপে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুল, স্বাভাবিক মেকআপ-এ ববির উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদেরও। শুধু সমুদ্রপাড়েই নয়, ফেসবুকে প্রকাশিত তার প্রতিটি ছবিই মুগ্ধ করেছে ভক্তদের। আর ছবিগুলো প্রকাশের পর তা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। এগুলো দেখে কিছুটা হলেও আঁচ করা যায়, ভালোই কাটছে নায়িকার সময়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, কিছুদিন আগে গুঞ্জন রটে- অস্ট্রেলিয়াতেই স্থায়ী হচ্ছেন ববি। তবে সে কথার জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, ‘পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, গেল জুনে দেশটিতে পা রাখেন ইয়ামিন হক ববি। আর নায়িকার এবারের সফরটি সংক্ষিপ্ত নয়, দেশটিকে বেশ কিছুদিন থাকবেন তিনি।
ববির সর্বশেষ সিনেমায় মুক্তি পেয়েছে গত বছর, নাম ‘ময়ূরাক্ষী’। তার নতুন কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় না থাকলেও আপাতত সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’