বিশ্বাসে উন্মাদনা, উৎসবে তরুণরা /

রোম মাতালেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ০৯:০৪
শেয়ার :
রোম মাতালেন পোপ লিও

রোমে শেষ হলো ক্যাথলিক বিশ্বের বিশাল ফেইথ-ফেস্ট (বিশ্বাসের উৎসব)। যা অনেকটা ক্যাথলিকদের ‘উডস্টক’। এই আয়োজনের মূল আকর্ষণ ছিলেন নতুন আমেরিকান পোপ।

সারা সপ্তাহজুড়ে লাখো তরুণ-তরুণী বিশ্বের নানা প্রান্ত থেকে ‘চিরন্তন নগরী’ রোমে সমবেত হন এই বিশাল ধর্মীয় উৎসবে অংশ নিতে। বিশ্বাস, সংগীত ও প্রার্থনায় ভরপুর এই আয়োজনে কিশোর ও তরুণদের দল রোমের প্রাচীন রাস্তায় গান গেয়ে, বিভিন্ন দেশের পতাকা উড়িয়ে এবং শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় তাঁবু গেড়ে রাত কাটিয়েছেন।

সিএনএন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে অবতরণ করার পর পোপ লিও চতুর্দশ আনন্দে উচ্ছ্বসিত তীর্থযাত্রীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। এক পর্যায়ে, ভিড়ের মাঝখান থেকে ছুড়ে মারা একটি টেনিস বল হাতে ধরে তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তা ফিরিয়ে দেন। যা দেখে অনেকে বলছেন, টেনিসের প্রতি তার ব্যক্তিগত ভালোবাসারই প্রকাশ।

রোমের টর ভারগাটা জেলায় বিশাল এক মাঠে এ প্রার্থনা অনুষ্ঠানের পর হাজার হাজার তরুণ-তরুণী খোলা আকাশের নিচে রাত কাটান। পরদিন রবিবার সকালে তারা ঘুম থেকে জাগে পোপ লিও চতুর্দশের পুনরাগমনের অপেক্ষায় থাকেন, যিনি ফিরে এসে মহামিসা পরিচালনা করেন।

মাত্র ১০০ দিনেরও কম সময় আগে দায়িত্ব নেওয়া পোপ লিওর জন্য তরুণদের এই বিশাল জমায়েত ছিল তার ধর্মীয়গুরুত্বের এক বড় পরীক্ষা। তিনি আদৌ তরুণ প্রজন্মের সঙ্গে কতটা সংযোগ স্থাপন করতে পারেন, সেটাই ছিল দেখার বিষয়। 

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, শুধু রবিবারের মহামিসাতেই অংশ নিয়েছে ১০ লাখের বেশি তরুণ, যা এই নবনিযুক্ত পোপের দায়িত্বকালীন সবচেয়ে বড় আয়োজন হয়ে উঠেছে।