ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আগামী মঙ্গলবার ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা পরিবহনের জন্য আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। ওই দিন দুপুরের মধ্যে এসব ট্রেনে বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে ওইসব ট্রেনেই তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে আজ রবিবার জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয় বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
ট্রেন ভাড়া প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আয় বাড়াতে রেলে স্পেশাল ট্রেন ভাড়া দেওয়া হচ্ছে। রেলওয়ে নিয়ম অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনে ইতঃপূর্বে ট্রেন ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে। এরই ধারাবাহিকতায় সরকারের একটি মন্ত্রণালয় ট্রেন ভাড়া চেয়ে- আবেদন করে। এর পরিপেক্ষিতে ৮ জোড়া ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। এতে রেলের প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকা আয় হচ্ছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফাহিমুল ইসলাম বলেন, ‘সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।’
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?