জাতি ঐক্যবদ্ধ হওয়াই জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা: ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পুরো জাতি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, সেটি শেখায়। জুলাই হচ্ছে সাহসের নাম, অনুপ্রেরণার নাম। এ আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করলেও কিছু শ্রেণির মানুষের অবদানই শুধু তুলে ধরা হয়- অন্যদের অবদান অবহেলিত থাকে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের অবদান কোথাও তুলে ধরা হচ্ছে না।’
আজ রবিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জুলাই শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা।
জুলাই ঘোষণাপত্র নিয়ে ডা. তাহের বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আইনি ভিত্তিসহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। কোনো দলের প্রভাব বা বাধা নয়, বরং সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে করতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনের ইতিহাসকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চাই। স্মৃতি লিখন প্রতিযোগিতা, কালচারাল ফেস্ট এবং আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জুলাই চেতনাকে ধারণ করেছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। জুলাই চেতনাকে ধারণ করে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অদূরদর্শিতা ও অলসতা পরিহার করতে হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বুয়েটের প্রফেসর ড. ফখরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জুলাই শহীদ নাহিদ হাসান রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক, আহত তাহমিদ হুজায়ফা ও আহমেদ জুবায়ের এবং কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা। এতে উপস্থিত ছিলেন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।