যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে শাকিব-বুবলী
দেশে ঈদ উৎসব শেষ করে যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিছু দিন পর সেখানে যোগ দেন শবনম বুবলী ও তাদের ছেলে বীর। যদিও সেটা শোনা গিয়েছিল গুঞ্জনের মতো। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে।
বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসলেও বিষয়টি ভক্তরা ‘সন্তান বীরের’ ফ্যামিলি ট্যুর হিসেবেই দেখেছেন। তবে এরপর যেন একেবারে আগুন ধরিয়ে দিলেন বুবলী। তিনি তাঁর পেজে প্রকাশ করলেন এক গুচ্ছ ছবি! বলা যায়, নিটোল ‘ভালোবাসার’ একছত্র ছবি!
কখনও কোমরে, কখনও কাঁধে, কখনও বুবলীর হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন শাকিব! সঙ্গে আছে ছেলে বীরও।এমন ছবি দেখে ফেসবুকে শুভেচ্ছার তোড়ে ভাসছেন বুবলী। ভক্তরা বেশিরভাগই সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই বলছেন ‘হ্যাপি ফ্যামিলি’!
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অথচ এত দিন শাকিবের তরফ থেকে জানা যাচ্ছিল যে, প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এই সুপারস্টারের। শুধু সন্তানদের জন্য বাবার দায়িত্ব পালন করতেন শাকিব!
অন্যদিকে, অপুর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলেও বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনো তথ্যও কেউ প্রকাশ করেননি। তাহলে কি বরফ গলল শাকিব-বুবলীর? উত্তরটা হয়তো কিছুদিন পরই স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে, দুই বছর আগে অপু বিশ্বাসের ঘরে বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।