ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ২১:০৪
শেয়ার :
ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার উপজেলার চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার হাত-পায়ে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আলাউদ্দিন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়া চেয়ারম্যানের ছেলে।

জানা যায়, সম্প্রতি আলিয়ারা গ্রামে সালেহ আহম্মেদ মেম্বার, শেখ ফরিদ গ্রুপ ও সুরুজ মিয়া চেয়ারম্যান আলাউদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে গরুর গাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হন। ওই ঘটনার জেরে আজকের এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

নিহতের ভাগিনা তারেক ভূঁইয়া জানান, আলাউদ্দিন মেম্বারকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সামনে থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা নিয়ে যায়। খবর পেয়ে তাদের ধাওয়া দিলে অটোরিকশার মধ্যে থাকা সন্ত্রাসীরা গুলি করে আলাউদ্দিনকে হত্যা করে চান্দাইশ এলাকায় হাত মুখ বাধা অবস্থায় রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে নাঙ্গলকোটে দায়িত্বরত সেনাবাহিনী একটি অটোরিকশা ও দুই জনকে আটক করে। তবে নাঙ্গলকোট সেনা ক্যাম্পে গিয়ে আটকৃতদের কোনো তথ্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ‘পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’