বাবাবাড়ির জমি বিক্রি করে টাকা দেওয়ার চাপ, গৃহবধূর আত্মহত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া করে বিয়ের তিন বছরের মাথায় বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে স্বামীকে টাকা দিতে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকি দেওয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার শানু (৩০) ওই গ্রামের মৃত কাসেমের মেয়ে এবং গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিদ আলী ওরফে লবার স্ত্রী।
পুলিশ জানায়, গত ৭ বছর আগে উপজেলার রামচন্দ্রদী গ্রামের তোতা মিয়ার ছেলে ইদ্রিস আলী পার্শ্ববর্তী কড়ইতলা গ্রামের মৃত কাসেমের পরিবারের জমিজমা ঠিক করে দেওয়ার সুবাদে শানুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে ঘনিষ্ঠ হয়ে প্রথম স্বামীকে তালাক দিয়ে ইদ্রিস আলীকে বিয়ে করে। তিন বছর সংসার করার পর তাদের ডিভোর্স হয়। এরপর থেকে শানু তার বাবার বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তাদের দুই জনের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে পুনরায় সংসার করার কথাবার্তা চলছিল। এর কিছু দিন পর শানুকে আবার তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা দিতে চাপ দিতে থাকে ইদ্রিস আলী।
এ নিয়ে গতকাল শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে শানুকে প্রাণনাশের হুমকি দেয় ইদ্রিস আলী। আজ রবিবার সকালে শানু তার বাবার বাড়িতে স্থানীয় প্রক্রিয়ায় তৈরী এক জাতীয় বিষাক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে পাঠায়। পথে আজ দুপুর ১২টার দিকে শানুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’