দেশ-বিদেশ ঘুরে ওটিটিতে ‘মেঘের কপাট’
প্রেক্ষাগৃহের পর আজ রবিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘মেঘের কপাট’ সিনেমাটি। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে এটি ওটিটিতে মুক্তি দেওয়া- এমনটাই জানালেন এর নির্মাতা ওয়ালিদ আহমেদ।
ইতিমধ্যেই ‘মেঘের কপাট’ বেশ ক’টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’-এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ ইত্যাদি।
বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পাওয়া ‘মেঘের কপাট’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। আর গল্প লিখেছেন আফরোজা মোমেন। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘মেঘের কপাট’-এ থাকা ৫টি গানই লিখেছেন পরিচালক নিজে। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
বলা দরকার, ২০২৩ সালের ৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মেঘের কপাট’। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় এটি যায় ভারতে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট