আসিফের ‘যত ভালোবাসি তোরে’
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘যত ভালোবাসি তোরে’। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর-সংগীত করেছেন অমিত কর। ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।
আসিফ আকবর বলেন, ‘সব সময় চেষ্টা করি, শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দিতে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। গানটি দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নয়ন সানি বলেন, ‘আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ের চমৎকার এই গানে মডেল হতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়েছে, এটি একটি ভালো ভিডিও হয়েছে। দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।’
এর আগে, গেল ১০ জুলাই প্রকাশ হয় আসিফ আকবরের আরও একটি নতুন গান। গানের শিরোনাম ‘ভীষণ কান্না পায়’। এর কথাগুলো এমন- ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়।’ এটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম আর সুর ও সংগীত করেছেন কিশোর দাশ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট