আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু

অনলাইন প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৭
শেয়ার :
আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু

রাজধানীর শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ। আজ রবিবার বিকেল ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শাহবাগে উপস্থিত হন। যোগ দেন ছাত্রদলের সাবেক নেতারাও। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এলাকাটি এই মুহূর্তে পরিণত হয়েছে জনসমুদ্রে। শাহবাগ মোড়ের চারদিকের রাস্তায় ছড়িয়ে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

মূলত, জুলাইব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই আজ শাহবাগে এই সমাবেশ করছে ছাত্রদল। সারা বাংলাদেশ থেকেই আজ ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। তাতে জনসমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত পৌঁছেছে।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।...দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারাদেশ অবরোধ করে দিতে পারে।’