ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: রাকিব

অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৫:৪৩
শেয়ার :
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: রাকিব

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।’

আজ রবিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশের শুরুতে এ কথা বলেন রাকিব।

ছাত্রদল সভাপতি বলেন, ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারাদেশ অবরোধ করে দিতে পারে।’

আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। দুপুরে তাদের উপস্থিতিতে শাহবাগ মোড় মুখরিত হয়ে ওঠে।

ছাত্রদলের সমাবেশের জন্য শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে আছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।