বলিভিয়ায় স্বর্ণ তুলতে গিয়ে ৫ খনি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৫:৩৮
শেয়ার :
বলিভিয়ায় স্বর্ণ তুলতে গিয়ে ৫ খনি শ্রমিকের মৃত্যু

বলিভিয়ার পোটোসি বিভাগে একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় পাঁচ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দেশটির পুলিশের বরাত এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, শুক্রবার আমাইপাম্পা খনিতে ভূমিধসের ফলে এ মৃত্যুর ঘটনা ঘটে।  পোটোসির পুলিশ কমান্ডার ফার্নান্দো বেনিতেজ বলেন, খনির ভেতর ভূমিধসের ফলে শ্বাসরোধ হওয়ার কারণে ওই পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, পাহাড়ের একটি অংশ ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’ 

আমায়াপম্পা স্থানটি পোটোসির বৃহত্তম সোনার খনি। খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন বলিভিয়ান মাইনিং কর্পোরেশন (কোমিবল) দ্বারা একটি উন্মুক্ত খনি হিসেবে পরিচালিত হয়। এটি পোটোসিতে ৪ হাজার মিটার (১৩,১০০ ফুট) এরও বেশি উচ্চতায় অবস্থিত, যা লা পাজ থেকে প্রায় ৫৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, নিহতরা কমিবলের নিয়মিত কর্মচারী ছিলেন না। তবে তাদের ঐতিহ্যবাহী ‘পাকোমা’ বা অবশিষ্ট আকরিক সংগ্রহের জন্য সরকারি অনুমতি ছিল। বেনিতেজ বলেন, এই দুর্ঘটনার ফলে পোটোসিতে খনির ঘটনায় চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩ জনে দাঁড়িয়েছে।

গত মার্চ মাসে, লা পাজ শহরের একটি খনি ধসে পাঁচ জন খনি শ্রমিক মারা গেছে।