মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

গাংনী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ১৪:৪৩
শেয়ার :
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে শওকত আলী (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় মটারের বিদ্যুৎ লাইনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, শওকত আলী ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।

নিহতের স্বজন রাজীব আহমেদ জানান, কৃষক শওকত আলী নিজের জমির মটার চালু করতে সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃ্টে ঘটনাস্থলেই মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।