শহীদ মিনারে এনসিপির সমাবেশের সর্বশেষ পরিস্থিতি

অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৪:২৯
শেয়ার :
শহীদ মিনারে এনসিপির সমাবেশের সর্বশেষ পরিস্থিতি

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ রবিবার বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর,নোয়াখালী থেকে নেতার্মীদের বাসে চড়ে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে। তবে সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো নেতাকর্মীরা আসতে শুরু করেনি।

এর আগে, গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে আজকের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।