৭৫০০ কোটি টাকা আত্মসাৎ /

সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করছে দুদক

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৫, ১৩:২৫
শেয়ার :
সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করছে দুদক

গাজীপুর সিটি করপোরেশনের ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতার হোসেন দৈনিক আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজকের মধ্যেই (রবিবার) মামলা দায়ের হওয়ার কথা রয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান অনুসন্ধান করেন। তিনিই মামলার বাদী হবেন।

মামলার আরেক আসামি হচ্ছেন সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভায় মামলাটির অনুমোদন দেওয়া হয়। 

দুদকের অনুসন্ধানে জানা গেছে, আসামিরা গাজীপুর সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন।এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়।

দুদক বলছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া এই দুর্নীতিতে সরাসরি জড়িত।