নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ /
বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে চলমান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কমিটিতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব হিসেবে রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ছাড়া নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকোরিয়া, সাবেক উপ-সচিব মো. সামসুল আলম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধাকে সদস্য করা হয়েছে।