প্রকাশ্যে লুমিনের ‘কে’
দেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক। আর এই ব্যান্ডের গায়ক শাহনুর রহমান লুমিন। যাকে শ্রোতারা চেনেন শুধু লুমিন নামেই। ব্যান্ডের বাইরে একক গান নিয়ে প্রায়ই শ্রোতাদের সামনে হাজির হন এই ব্যান্ড তারকা। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করলেন নতুন গান ‘কে’।
সম্প্রতি লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুমিন অফিসিয়াল’-এ প্রকাশিত হয়েছে নতুন গানটি। এর কথা, সুর-সংগীত ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। গানটি ‘স্যাড রোমান্টিক’ ঘরানার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সংগীত করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে আছেন লুমিন। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেল্কি লাগ’ শিরোনামের গান, যার সুর-সংগীত করেছিলেন রাজিব হোসেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’