সমাবেশে অংশ নিতে শাহবাগে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা (ভিডিও)

অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১২:২৯
শেয়ার :
সমাবেশে অংশ নিতে শাহবাগে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা (ভিডিও)

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর শাহবাগে আয়োজিত এ সমাবেশে অংশ নিতে এরই মধ্যে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা।

রবিবার সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। এরই মধ্যে নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, ‘সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।’

ছাত্রদলের নেতাদের দাবি, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন। সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ছাত্রদলের তরফে জানানো হয়।

এদিকে, শাহবাগে সমাবেশের মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা। এতে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সমন্বয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।