শরীয়তপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
শরীয়তপুরের সদর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শিশুটির বাবা পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাল মাদবর নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। দোকান বন্ধ থাকায় সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে আত্মীয় পরিচয় দিয়ে বিস্কুট চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। চিৎকার করলে মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যান অভিযুক্ত জামালের মা। বাড়ি ফেরার পর মেয়েটির শরীরে রক্ত দেখতে পান শিশুটির মা। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে শিশুটি।
শিশুটির বাবা জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে।
পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সদর উপজেলার টাউন চিকন্দি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।’