তিন সদস্যের আত্মসমর্পণ /
হামাসের সুড়ঙ্গ থেকে অস্ত্র জব্দ করেছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের বেইত হানুন ব্যাটালিয়নকে পরাজিত করেছে বলে দাবি করেছে। উত্তর গাজা শহরে গিভাতি ব্রিগেডের কাছে হামাসের তিন সদস্য আত্মসমর্পণ করার পর গতকাল শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এই ঘোষণা দেয়।
আইডিএফ জানিয়েছে, হামাসের এই তিন সদস্য একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে এলাকার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
তারা আরও জানিয়েছে যে, সেনাবাহিনীর সঙ্গে পূর্ববর্তী গুলি বিনিময়ের সময় তাদের সঙ্গে থাকা আরেক বন্দুকধারী হামাস সদস্য নিহত হয়েছেন। পরে বাকিরা এলাকা ছেড়ে পালাতে চেয়েছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা হামাসের সদস্যরা ইসরায়েলি বাহিনীকে সেই সুড়ঙ্গের কাছে একটি অস্ত্র ডিপোতে নিয়ে যায়, যেখান থেকে তারা বেরিয়ে এসেছিল। সেখানে আইডিএফ জানিয়েছে যে সৈন্যরা প্রচুর অস্ত্র ও সরঞ্জাম পেয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা সুড়ঙ্গের ভেতরে খাবার, পানি এবং অন্যান্য জিনিসপত্র খুঁজে পেয়েছে। যা ইঙ্গিত দেয় যে এর মাধ্যমে দীর্ঘদিন ভূগর্ভস্থ বাসস্থানে তারা টিকে থাকতে পারত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আইডিএফ জানিয়েছে, তিনজন হামাস সদস্যকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, অস্ত্র জব্দ করা হয়েছে এবং যুদ্ধ প্রকৌশলীরা সুড়ঙ্গটি ধ্বংস করার আগে এর মানচিত্র তৈরি করছেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ আত্মসমর্পণকারী অপারেটিভদের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বেইত হানুনে হামাস সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে। তারা গর্ত থেকে বেরিয়ে এসে ধ্বংসপ্রাপ্ত শহরে প্রবেশ করছে। আইডিএফ সদেরোত শহরকে রক্ষা করার জন্য উপরের এবং ভূগর্ভস্থ অবকাঠামো উভয়ই ধ্বংস করেছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস