তেল আবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ
হাজার হাজার ইসরায়েলি গতকাল শনিবার তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছেন। এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দী বিনিময় চুক্তির দাবি জানিয়েছে।
গতকাল শনিবার তুরস্কের সংবাদসংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, তেল আবিবের কেন্দ্রস্থলে ‘হোস্টেজ স্কয়ার’-এ জড়ো হওয়া এসব বিক্ষোভকারী দ্রুত একটি চুক্তির মাধ্যমে গাজায় আটক সব বন্দীর মুক্তির আহ্বান জানান।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, সম্প্রতি হামাস ও ইসলামিক জিহাদ দুটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বন্দী এভিয়াতার ডেভিড এবং রোম ব্রাসলাভস্কিকে চরম দুরবস্থায় দেখা গেছে। শারীরিক ও মানসিকভাবে দুর্বল এই বন্দিদের ভিডিও দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, বিক্ষোভে অংশ নেন বন্দীদের পরিবারের সদস্যরাও। এদের মধ্যে বন্দী এভিয়াতার ডেভিডের বোন এক আবেগঘন বক্তৃতায় বলেন, ‘আমার ভাইয়ের এখনই চিকিৎসার প্রয়োজন, তার আর সময় নেই।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, শনিবার ছিল দ্বিতীয় বিক্ষোভ। এর আগে সকালের দিকে একই শহরে কয়েকশো ইসরায়েলি প্রথম দফায় বিক্ষোভ করেন। সন্ধ্যার বিক্ষোভ ছিল তার চেয়েও বড়, যা আয়োজন করে ‘হোস্টেজ ফ্যামিলিজ ফোরাম’।
এদিকে সন্ধ্যার বিক্ষোভে বন্দী এভিয়াতারের বোন বলেন, ‘আমরা ইসরায়েল সরকার, ইসরায়েলি জনগণ, বিশ্বের দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাই, তারা যেন এভিয়াতার, গাই গিলবোয়া-দালালসহ অন্যান্য বন্দীদের প্রাণ বাঁচাতে যা যা সম্ভব সবকিছু করেন। বন্দীরা যেন প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা পান।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অপরদিকে গাজায় আটক আরেক বন্দীর আত্মীয় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘আপনিই তাদের অবহেলা করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, মিথ্যা কৌশলের গল্প বানিয়েছেন। প্রতিটি সুযোগ আপনি নষ্ট করেছেন।এখন আমাদের সন্তান এবং অন্য বন্দীরা এর চরম মূল্য দিচ্ছে। আর নয়।’