ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র পরিত্যাগ করবে না হামাস। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় ইসরায়েলের অন্যতম প্রধান শর্তের জবাবে তারা এ অবস্থান নিয়েছে।
ফিলিস্তিনের এই সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের প্রেক্ষিতে তারা এই বিবৃতি দিয়েছে। উইটকফ দাবি করেছিলেন, হামাস নাকি অস্ত্র ত্যাগে সম্মতি জানিয়েছে।
ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণকে যুদ্ধ শেষের জন্য অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে চলমান পরোক্ষ আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে গেছে।
গত কয়েক দিনে আরব দেশগুলো হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছে। এর আগে ফ্রান্স ও কানাডাসহ একাধিক পশ্চিমা দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। যুক্তরাজ্য জানিয়েছে, যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত সেপ্টেম্বরের মধ্যে পূরণে ব্যর্থ হয়, তবে তারাও স্বীকৃতি দেবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাস তাদের বিবৃতিতে বলেছে, তারা প্রতিরোধ ও অস্ত্রধারণের অধিকার থেকে সরে আসবে না, যতক্ষণ না জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেন, যদি দ্রুত জিম্মিদের মুক্তি সংক্রান্ত আলোচনা সফল না হয়, তাহলে গাজায় লড়াই বন্ধ হবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস